ওয়াশিকুর বাবুর হত্যাকাণ্ড ঘটানো হেফাজত আনসারউল্লাহরা কি এখন ঘরে ঘরে?
ওয়াশিকুর রহমান বাবুকে জবাই করে, কুপিয়ে হত্যা করাকে যারা সমর্থন করেছিলো তারা এখন দেশজুড়ে হেফাজতে বসবাস করে। মানবতার পক্ষে দাড়িয়েছিল বাবু, সাধারণ মানুষের জন্য কলমে লড়েছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে বাবুকে খুন করে ফেলা হলো। ওয়াশিকুর বাবুর দু’একটি উদ্ধৃতিঃ –…