ধর্মকে কেনো কাঠগড়ায় তোলা হচ্ছে না? – ২
বর্তমান বিশ্বে বহুল আলোচিত এবং মহাভয়ংকর সমস্যা- ধর্মীয় জঙ্গিবাদ। যা মোকাবেলায় রাষ্ট্রগুলো প্রচণ্ডরকমের দিশেহারা এবং একযোগে কাজ করার অঙ্গীকার/চুক্তি করছে! কিন্তু ধর্ম মোকাবেলায় (সংস্কারে) কিছুই করছে না! ধর্ম মোকাবেলা না করে জঙ্গিবাদ মোকাবেলা কীভাবে সম্ভব? বুদ্ধিমানেরা বুঝলেও আমি মূর্খ বুঝি…